22.9 C
New York

উন্স ক্যাফেতে অনুষ্ঠিত হল নিউজবিট দশভুজা সম্মান ২০২৫

Published:

– বহু প্রতীক্ষিত নিউজবিট দশভুজা সম্মান ২০২৫-এর পোস্টার লঞ্চ অনুষ্ঠিত হলো ৯ ই সেপ্টেম্বর ২০২৫ অপরাহ্ন বেলায়। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উজ্জ্বল ও সজীব উন্স ক্যাফেতে। এদিনের আয়োজনে উদযাপিত হলো বাংলার সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির গৌরব।

এই বিশেষ উদ্যোগের নেতৃত্ব দেন নিউজবিটমিডিয়া ইন্ডিয়া গ্রুপ। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন কুনাল রায়চৌধুরী, নিউজবিটমিডিয়া ইন্ডিয়া গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও। তাঁরই ভাবনায় গড়ে ওঠা এই সম্মাননা আজ বাংলার দুর্গোৎসবের শিল্পচর্চাকে আলোকিত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বছর বছর ধরে, নিউজবিট দশভুজা সম্মান উৎকর্ষের মানদণ্ডে পরিণত হয়েছে—যেখানে স্বীকৃত হয় শিল্পসৌন্দর্য, সাংস্কৃতিক ঐশ্বর্য এবং সৃজনশীলতা, যা কোটি ভক্ত ও দর্শনার্থীর হৃদয় ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে সংস্কৃতি, প্রশাসন, ক্রীড়া ও শিল্পের নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে অনুষ্ঠানে চার চাঁদ লাগান এবং তাঁদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ অনুপম হালদার (ডব্লিউবিসিএস) – যুগ্ম কমিশনার, এক্সসাইজ ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার ও বিশিষ্ট আলোকচিত্রী। গ্র্যান্ড মাস্টার প্রদীপ্ত কুমার রায় – ওয়ার্ল্ড তায়কোয়ান্ডো প্ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন প্রাপক; প্রাক্তন ভারতীয় দলীয় সদস্য ও বিশ্বচ্যাম্পিয়নশিপ প্রতিযোগী; প্রাক্তন ক্রীড়া পরামর্শদাতা (ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট, ভারত সরকার); শিক্ষাবিদ (তায়কোয়ান্ডো), আরকেএমভারি – ডিমড ইউনিভার্সিটি; প্রেসিডেন্ট এশিয়া (ডাব্লিউটিও – অর্গানাইজেশন অফ তায়কোয়ান্ডো পাইওনিয়ার্স); সাধারণ সম্পাদক – রয়’স তায়কোয়ান্ডো একাডেমি ও তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। শ্রী সোভন ব্যানার্জী – ডেপুটি কমিশনার অফ পুলিশ, কলকাতা।সিনিয়র মাস্টার রুমা রায় চৌধুরী – আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব ও সিইও ও ফাউন্ডার ডিরেক্টর, নিউজবিটমিডিয়া ইন্ডিয়া গ্রুপ,শ্রী সুপ্রতিম রায় – অভিনেতা ও প্রযোজক।শ্রীমতী সঞ্চিতা কুশারী বসু,শ্রীমতী লুনা চ্যাটার্জী,শ্রীমতী অর্পিতা বসু,শ্রী শুভঙ্কর রায় – সিইও ও এমডি, ট্যালি একাডেমি, শ্রীমতী পৌষালী কর ও শ্রী শংকরজিৎ চক্রবর্তী – ফ্লিক এন্টারটেইনমেন্ট-এর প্রতিষ্ঠাতা।

সন্ধ্যার আসরে বিশেষ চমক হিসেবে প্রকাশিত হয় নিউজবিট দশভুজা সম্মান ২০২৫-এর ফেস – মেঘা দাসগুপ্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুনাল রায়চৌধুরী (আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী ও প্রতিষ্ঠাতা ও সিইও, নিউজবিটমিডিয়া ইন্ডিয়া গ্রুপ) বলেন-

“দুর্গাপুজো শুধু উৎসব নয়; এটি এক আবেগ, যা আমাদের সকলকে একসূত্রে বাঁধে। নিউজবিট দশভুজা সম্মানের মাধ্যমে আমরা স্বীকৃতি জানাই সেই সব আয়োজকদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম, সৃজনশীলতা ও নিষ্ঠা পুজোকে মহিমান্বিত করে তোলে। এবারের আসর আরও বর্ণময় হবে।”

তিনি এ বছরের অনন্য থিম সম্পর্কেও মত প্রকাশ করেন-

“এবারের থিম একেবারেই অনন্য – নটরাজ রূপে মা দুর্গা – এক চিরন্তন শিল্পময় অভিব্যক্তি। এখানে দেবী শুধু শক্তির প্রতীক নন, তিনি সৃষ্টির ছন্দেরও দেবী। নটরাজ রূপ মানে কেবল ধ্বংস নয়, বরং পুনর্জন্ম, সৃষ্টি আর মহাজাগতিক নৃত্যের শক্তির উদযাপন। এ থিমে ফুটে উঠবে শিল্প, সংগীত আর নৃত্যের এক মহাজাগতিক ঐক্য।”

অনুষ্ঠান শেষে ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক আলোচনা ও মতবিনিময়, যা একাত্মতা, শিল্প ও উদযাপনের চেতনাকে আরও মজবুত করে তোলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুমা দাস শর্মা (এক্সিকিউটিভ এডিটর, নিউজবিটমিডিয়া ইন্ডিয়া গ্রুপ)।

নিউজবিটমিডিয়া ইন্ডিয়া গ্রুপ-এর উদ্যোগে প্রতিষ্ঠিত দশভুজা সম্মান দুর্গাপূজা আয়োজকদের অসাধারণ শিল্প ও সাংস্কৃতিক কৃতিত্বকে স্বীকৃতি জানায়, এবং বাংলার কালজয়ী ঐতিহ্যে তাঁদের অবদানকে উদযাপন করে।
ক্রেডিট কনসেপ্ট -কুনাল রায়চৌধুরী, মেকআপ- ব্লাশ বাই সাখি,-ফটোগ্রাফি- সৌপ্তিক নস্কর, জুয়েলারি: অঞ্জলি জুয়েলার্স,আটায়ার- অথনিক, পোস্টার এডিটিং-নীলাদ্রি বসু,স্টুডিও- আইকনিক ইভেন্ট প্ল্যানার।

এই অনুষ্ঠান শক্তি জুগিয়েছে-তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল, জিসিএস ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া চ্যাপ্টার, ফ্রেন্ডস এফএম, ট্যালি একাডেমি, ওয়াকসুগো প্রাইভেট লিমিটেড।

Related articles

Recent articles