আগামী শুক্রবার অর্থাৎ ১৭ অক্টোবর কলকাতা সহ রাজ্যের ১১ টা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জে আর ফিল্মস’ প্রযোজিত এবং জয়ন্তকুমার মণ্ডল নির্দেশিত সামাজিক বাংলা চলচ্চিত্র ‘উপেক্ষিতা’।

আজ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডের “আইকনিক ইভেন্ট প্ল্যানার”-এর কার্যালয়ে চলচ্চিত্র সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এই চলচ্চিত্রের নির্দেশক বাদল সরকার জানিয়েছেন, “স্বল্প সময়ে এবং স্বল্প মূলধনে অত্যন্ত সুচারু ভাবে তৈরি করা হয়েছে এই চলচ্চিত্র।”

অপরদিকে এই চলচ্চিত্রের প্রযোজক তথা নির্দেশক জয়ন্তকুমার মণ্ডল বলেছেন, “প্রেম তথা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দৈহিক মিলন ও সাথে পরেই অন্তঃসত্ত্বা মহিলার সঙ্কট, সন্তান প্রসব পরবর্তী পর্যায়ে আইনি জটিলতা নিয়েই ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই চলচ্চিত্রের এগিয়ে চলা। এই চলচ্চিত্রে নবাগত নায়কের ভূমিকায় দেখা যাবে অর্ঘ্য ও নবাগতা নায়িকার ভূমিকায় দেখা যাবে রিয়া সহ শিশুশিল্পী অস্মিতা সাহা-কে।”
এছাড়া উপস্থিত ছিলেন পার্থসারথি ঘোষ ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ডঃ পার্থসারথি ঘোষ বলেছেন, “মাত্র ১৩ দিনের দৃশ্যগ্রহণ পর্বের মাধ্যমে একটা বাস্তব কাহিনীকে যে এত জীবন্ত ভাবে তুলে ধরা যায় তা এই চলচ্চিত্র না দেখলে বোঝাই যাবে না”।
