কলকাতা, ১৪ই সেপ্টেম্বর — ভিক্স ভেঞ্চার প্রোডাকশন-এর আয়োজনে জমকালোভাবে অনুষ্ঠিত হলো “টলি স্টার অ্যাওয়ার্ড সিজন ২”–এর পোষ্টার লঞ্চ অনুষ্ঠান। প্রাক-পুজোর রবিবাসরীয় সন্ধ্যায় সাউথ সিটির স্ক্র্যাপইয়ার্ডে বসেছিল এক চাঁদের হাট। ভিক্স ভেঞ্চারের কর্ণধার সৌভিক মান্না-র উদ্যোগে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে পোষ্টার লঞ্চের পাশাপাশি স্মারক উন্মোচনও করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী রাহুল-দেবাদৃতা জুটি, সাহেব ভট্টাচার্য, আর্য দাশগুপ্ত, সুস্মিতা দে, রিয়া গাঙ্গুলি, জনপ্রিয় সংগীত পরিচালক সমিধ মুখার্জি, পরিচালক অয়ন সেনগুপ্ত, সুব্রত শর্মা সহ টলিউডের আরও বহু নক্ষত্র।
মৌ সরকারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সৌভিক মান্না ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “টলিস্টার সিজন ২–এর সবচেয়ে বড় আকর্ষণ বিশিষ্ট লেখিকা শ্রীমতি লীনা গাঙ্গুলীর উপস্থিতি। তিনি এবারের নমিনেশন বিভাগের মুখ্য উপদেষ্টার আসন অলংকৃত করবেন। এটা আমাদের জন্য এক পরম প্রাপ্তি।”

এদিন উপস্থিত অতিথিরাও তাদের বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের প্রশংসা করেন।
এখন সবার প্রতীক্ষা—“টলি স্টার অ্যাওয়ার্ড সিজন ২” কবে এবং কী কী নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়!
